রাজাপুরে জুয়া খেলতে বাধা দেয়ায় ছেলের হামলা, বাবার মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১১ মে ২০২০

ছবিঃ সংগ্রহীতঝালকাঠির রাজাপুরে জুয়া খেলতে বাধা দেওয়ায় জুয়াড়ি ছেলের হামলায় আহত বাবা ইসমাইল আকনের (৫০) মৃত্যু হয়েছে।

আজ সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলায় আহত মা রোকেয়া বেগমের (৩৮) অবস্থাও আশঙ্কাজনক।

নিহত ইসমাইল আকনের ছোট ভাই ইসাহাক আকন জানায়, গতকাল রবিবার রাত সারে ৯টার দিকে বরিশাল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার আরো অবনতি হয়। এরপর আজ সোমবার সকালে ইসমাইল আকনের মৃত্যু হয়। এখন লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। কাজ শেষ হলে রাজাপুরে আনা হবে।

প্রসঙ্গত, উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে জুয়া খেলতে নিষেধ করায় এবং জুয়ার কোট ও গুটি ঘরের বাইরে ফেলে দেওয়ায় জুয়াড়ি ছেলে মাহফুজ (২২) বাবা-মাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত বাবা-মাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আজ সকালে ইসমাইল আকনের মৃত্যু হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)