পাথরঘাটায় আশা’র পক্ষ থেকে ইউএনওর হাতে খাদ্য সামগ্রী হস্তান্তর
সারাবিশ্বে মহামারি করোনা সংক্রমণরোধে অঘোষিত লকডাউনের ফলে কাজ না থাকায় নিম্নআয়ের মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। এসময় সাধারান মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা।
রোববার (১০ মে) বেলা সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর হাতে তুলে দিয়েছেন ২শ পরিবারের খাদ্য সহায়তা। প্রতি প্যাকেটে রয়েছে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি ও তেল ১ কেজি।
এসময় উপস্থিত ছিলেন, আশা এর বরগুনা জেলা ব্যাবস্থাপক মো. মোসারেরফ হোসেন, বামনা এরিয়া ব্যাবস্থাপক মো. জাকির হোসেন, পাথরঘাটা সদর ব্রাঞ্চ ব্যাবস্থাপক রেজাউল করিম, সদর ব্রাঞ্চ-২ ব্যাবস্থাপক গোলাম মোস্তফাসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জানা গেছে, এ নিয়ে বরিশাল বিভাগের ৩১ উপজেলার প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ২শ প্যাকেট, ৪ জেলায় জেলা প্রশাসকের হাতে ৫শ ব্যাগ করে মোট ৮হাজার ২শ ব্যাগ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়েছে।