মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলার অভিযোগ
মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এক অটো চালকের বসত ঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়হারজী গ্রামে অটো চালক জামাল কাজীর (৪৫) বসত ঘরে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন জামাল কাজী।
জামাল কাজী উপজেলার দাউদখালী ইউনিয়নের বড়হারজী গ্রামের মৃত সোহরাব কাজীর ছেলে।
ভুক্তভোগী জামাল কাজী জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মৃত: নুরু কাজীর ছেলে রহিম কাজী (৫৫) ও তার ছেলেমুছা কাজী (২৮)সহ ৪/৫জন দেশীয় অস্ত্র নিয়ে তার বসত ঘরে হামলা চালায় । তারা অকথ্য বাসায় গালিগালাজ ও ভাঙচুর চালায়। এসময় তার শাশুড়ি সেলিনা বেগম (৬০) ও ছেলে বাইজিদ (১৭) বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের পিটিয়ে আহত করে এ সন্ত্রাসীরা। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।