বিশখালী নদীতে জাটকা নিধনের অপরাধে জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরের বিশখালী নদীতে জাটকা নিধনের অপরাধে মো. রিচান ফরাজী (২৪) নামে এক জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সকালে ঝালকাঠি কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের বিষখালী নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে।
দণ্ডিত ব্যক্তিকে দণ্ডপ্রাপ্ত রিচান ফরাজী পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার রুপারজোর গ্রামের আব্দুল গনি ফরাজীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে বিশখালী নদীতে বিভিন্ন প্রকাশ অবৈধ জাল দিয়ে জাটকাসহ মাছের পোনা নিধন করে আসছিল। মঙ্গলবার বিকালে স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে ১ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।