পাথরঘাটায় দুলাভাইয়ের মারধরে শালার মৃত্যুর অভিযোগ
পারিবারিক কলহের জের ধরে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৫)। সে রুহিতা গ্রামের মৃত আনোয়ার উল্যাহর ছেলে। মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ বরগুনা মর্গে পাঠিয়েছে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে।
মৃত নুরুল ইসলামের ভাগ্নে মো. মাসুদ জানান, কয়েকদিন ধরে মামা নুরুল ইসলাম তার মাকে খাবার দেয়নি এমন খবর শুনে তার দুলাভাই মো. জাফর তার ছেলে রিমনের দ্বারা ৮০ বছরের বৃদ্ধ শাশুড়ি আম্বিয়া বেগমকে খাবার পাঠিয়ে দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায় দুলাভাই মো. জাফর ও শ্যালক নুরুল ইসলামের মধ্যে ধস্তাধস্তি হয়। হঠাৎ নুরুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎস মৃত্যূ ঘোষনা করেন। ভাগ্নে মাসুদ আরও জানান, তার মামা নুরুল ইসলামের অনেকদিন ধরে হার্ডের রোগি ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. খলিলুর রহমান বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি পারিবারিক বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তবে মৃত ব্যক্তির শরীরের কোন আঘাতের চিহ্ন দেয়া যায়নি।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প.প. কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, হাসপাতালে আসার আগেই মৃত্যূ হয়। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্ত ছাড়া কারণ এ মুহুর্তে বলা যাচ্ছেনা।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, রাতেই পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে এসেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।