বিপদ আমাদের দরজায় কড়া নাড়ছে, স্ট্যাটাস দিয়ে জানালেন পাথরঘাটা হাসপাতালের চিকিৎসক
বরগুনার পাথরঘাটায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার প্রমাণ পাওয়া যায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে। এরপর থেকে সকলের দৃষ্টি সংবাদের দিকে। কে আক্রান্ত হয়েছে? কি ভাবে আক্রান্ত হয়েছে? নানা তথ্য উপাত্ত নিয়ে।
পাথরঘাটায় করোনা ভাইরাসের আক্রান্তের খবর শুনে নড়েচড়ে বসেছে সকল মহল। বাড়িয়েছে প্রশাসনের টহল। সজাগ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পাশাপাশি এনিয়ে চিন্তিত হয়ে পড়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স সহ সংশ্লিষ্টরা।
এনিয়ে “পাথরঘাটা নিউজ” এর সবচেয়ে বৃহত্তম ফেসবুক গ্রুপ “প্রিয় পাথরঘাটা” গ্রুপে পাথরঘাটা বাসী কে সতর্ক করলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃখালিদ মাহমুদ আরিফ।
পাথরঘাটা নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
প্রিয় পাথরঘাটাবাসী,
আসসালামু আলাইকুম।অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের পাথরঘাটায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে । তাদের বয়স যথাক্রমে ৩৪ ও ২৫ বছর ।তাদের মধ্যে একজনের চিকিত্সা বরগুনা সদর হাসপাতালে এবং অন্যজনের চিকিত্সা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চলছে
বিপদ আমাদের দরজায় কড়া নাড়ছে ।
আপনাদের প্রতি অনুরোধ-
জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না ।একান্ত বাহির হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করুন ।বাহিরের কেউ পাথরঘাটায় প্রবেশ করলে স্থানীয় স্বাস্থ্যকর্মীদেরকে অবহিত করুন ।আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন ।
যেকোনো স্বাস্থ্যগত সমস্যায় হাসপাতালের জরুরি নম্বরে ফোন করে স্বাস্থ্য সেবা নিন।(০১৭৩০৩২৪৪০৭)
আপনাদের সচেতনতাই পারে পাথরঘাটাবাসীকে এই মহামারী থেকে রক্ষা করতে ।
ঘরে থাকুন _ সুস্থ থাকুন ।
ডাঃখালিদ মাহমুদ আরিফ
আবাসিক মেডিকেল অফিসার (R M O)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পাথরঘাটা, বরগুনা ।