উপকূলীয় এলাকায় মাস্ক বিতরণ করেছে বিসিজি স্টেশান কোষ্টগার্ড পাথরঘাটা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে উপকূলীয় বরগুনার পাথরঘাটায় মাস্ক বিতরণ করেছে বিসিজি স্টেশান কোষ্টগার্ড পাথরঘাটা। এসময় তারা সচেতনতা প্রচারণা ও কাউন্সিলিং করেন সাধারণ মানুষ ও জেলেদের সাথে।
বুধবার সকাল থেকে উপজেলার চরাঞ্চল ও বেড়িবাঁধ এলাকার জেলে ও অসহায়-দুস্থ মানুষের মাঝে ঘুরে ঘুরে প্রায় একহাজার মাস্ক বিতরণ করেন।
এসময় দক্ষিণ ষ্টেশান কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বেলায়েত হোসেন আমাদের সময়কে জানান, তারা করোনা প্রাদুর্ভাব ঠেকাতে উপকূলীয় এলাকায় কাজ করে যাচ্ছে। নৌপথে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এছাড়াও হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই। ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলেও জানান তিনি।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)