বামনায় জাতীয় শিশু দিবস পালিত
বামনা প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলা প্রসাশনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উতযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শেষ হয়। পরে সেখানে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিশু সমাবেশে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সইতুল ইসলাম লিটু, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজুসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ মার্চ