সুলতানা নাদিরার সহায়তা পেলো পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ শতাধিক পরিবার
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত হোম কোয়ারান্টাইনে থাকা বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায়, দিনমজুর ও কর্মহীন পরিবার পেলো সংরক্ষিত ৩১৫ আসনের সাংসদ সুলতানা নাদিরা এমপি নিত্য প্রয়োজনীয় সহয়তা সামগ্রী।
রবিবার সকাল থেকে উপকূলীয় দুর্গম এলাকার ঘরে ঘরে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সাংসদ সুলতানা নাদিরা এমপির প্রতিনিধিদল এ সহয়তা প্রদান করা হয়।
তখন উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলম সিকদার, শফিকুল ইসলাম সোহেল, নাজমুল হক রিয়াজ, তারিকুল আলম সুজন, আহমেদ সুজন, ইমন সিকদার প্রমুখ
উল্লেখ সাংসদ সুলতানা নাদিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক ভাবে অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সহয়তা সামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রবিবার পাথরঘাটা সদর ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারকে ৯ম পর্যায়ে সহয়তা প্রদান করলেন। এর আগে তিনি উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও গনমাধ্যম কর্মীদের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।