করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু, লকডাউন হচ্ছে বরগুনা জেলা
বরগুনায় আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
এ নিয়ে বরগুনায় করোনায় দুজন মারা গেলেন। এ ছাড়া আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলেন নয়জন। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগের সুপারিশে শনিবার দুপুর ১২টা থেকে বরগুনা জেলাকে লকডাউন ঘোষণার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বাড়ি বেতাগী উপজেলায়। ওই রোগীর মৃত্যুর পর তাঁর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহসান বলেন, রাতেই মৃত ব্যক্তির দাফন করা হবে। দাফনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, নতুন করে চারজন আক্রান্ত হওয়ায় ও দুজন মারা যাওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগের সুপারিশে ও করোনা কমিটির সিদ্ধান্ত অনুসারে বরগুনা জেলাকে লকডাউন ঘোষণার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।