চাল আত্নসাতের অভিযোগ পাথরঘাটার ইউপি চেয়ারম্যান পল্টুর বিরুদ্ধে দুদকের মামলা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৮ এপ্রিল ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজভিজিএফের সাড়ে ২৭ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার পটুয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক আরিফ হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৬ নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু ৫৫০টি জেলে পরিবারের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভিজিএফের চাল স্থানীয় ট্যাগ অফিসারকে না জানিয়ে মাস্টার রোলে সঠিক বিতরণ দেখালেও উপকারভোগীদের ৮০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এভাবে তিনি ৫৫০টি পরিবারের ২৭ হাজার ৫০০ কেজি চাল আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য প্রায় ১২ লাখ টাকা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)