আমতলী উপজেলাকে লক-ডাউন ঘোষনা করলেন নির্বাহী কর্মকর্তা
মহামারী করোনাকে কেন্দ্র করে বরগুনার আমতলী উপজেলা কে লকডাউন ঘোষণা করেছেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান গুলো ছাড়া সমস্ত প্রকার দোকান বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন। ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট গুলো ব্যতীত অন্য কোন দোকান খোলা হলে দোকানদারকে ১০,০০০/- টাকা জরিমানা করা হবে বলে জানান। সাথে সাথে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সর্বসাধারণকে ঘরে থাকার পরামর্শ দেন।
আমতলী উপজেলায় যদি কোন লোক দেশের অন্য কোন স্থান থেকে আসেন তাহলে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করার জন্যও বলেন এবং আরো বলেন ঢাকা ফেরত কোন লোক বাহিরে ঘোরাফেরা করবেন না, যদি ঢাকা ফেরত কোন লোক বাহিরে ঘোরাফেরা করেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা ফেরত লোকজনকে হোম করেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করেন।
ইতিমধ্যে আমতলী উপজেলার বিভিন্ন রাস্তায় স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনতা গাছের গুড়ি ফেলে আমতলী উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।