তালতলীতে করোনায় গাড়ী চলাচলের অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দিয়েছে পুলিশ
এম এ সাইদ খোকন, আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় সীমিত ও নির্ধারিত জায়গায় যাত্রীবাহী ইজিবাইক ও মাহেন্দ্রা চলাচল এবং জরুরী রোগী সেবায় এ্যাম্বুলেন্স চলাচলে অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দিয়েছে থানা পুলিশ।
মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে তালতলী থানা চত্বরে এ অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দেয়া হয়েছে।
জানাগেছে, বর্তমান নোভেল-১৯ করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলা করতে জেলা পুলিশের নির্দেশে তালতলী উপজেলার মধ্যে চলাচলকৃত ১০টি যাত্রীবাহী ইজিবাইক ও ১০টি মাহেন্দ্রা চলাচলের জন্য অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দিয়েছে পুলিশ।
এছাড়াও জরুরী রোগী পরিবহনের জন্য ৪টি এ্যাম্বুলেন্সেও স্টীকার লাগানো হয়েছে। জেলা পুলিশের পক্ষে এ অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ মহরম আলী।
এ সময় সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মোঃ রবিউল ইসলাম, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও তালতলী থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।