পাথরঘাটায় মাদরাসা খোলা রাখায় প্রতিষ্ঠাতা সালাম আটক, পরে মুচলেকায় মুক্তি
বরগুনার পাথরঘাটায় আব্দুস সালাম আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুস সালামকে আটক করে পাথরঘাটা উপজেলা প্রশাসন। পরে১ হাজার টাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে ছেরে দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।
আটক আব্দুস সালাম পাথরঘাটা আব্দুস সালাম আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা।
জানা গেছে, পাথরঘাটা আব্দুস সালাম আইডিয়াল মাদরাসায় সরকারী নির্দেশনা না মেনে ক্লাস নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ওই মাদরাসায় গিয়ে শিক্ষার্থীদের ক্লাসে দেখেন। এ সময় প্রতিষ্ঠাতা আব্দুস সালামকে ঘটনা স্থলে দেখে নিয়ে আসা হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আব্দুস সালাম তার মাদরাসা খুলে ক্লাস করছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সত্যতা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমান করে মাদরাসা বন্ধ রাখার শর্তে মুচলেকা রেখে ছেরে দেয়া হয়।