করোনা ভাইরাসের জন্য শবে বরাতে ঘরে নামাজ পড়ার অনুরোধ
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পবিত্র শবে বরাতে ঘরে থেকে ইবাদত বন্দেগি করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
শনিবার ইফার মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
আগামী ৯ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মুসলমানরা বিশ্বাস করেন শবে বরাতে রাতে আগামী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়।
বাংলাদেশে মুসলমানরা রাতটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন। সারারাত মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও ওয়াজ করা হয়। ইবাদত বন্দেগি করেন কোটি মুসল্লি। প্রতিবেশীদের বাড়িতে খাবার বিতরণের রেওয়াজ রয়েছে শবে বরাতে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছর বায়তুল মোকাররমসহ কোনো মসজিদে ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া আয়োজন করা হবে না।
সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে ইফা। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ নিজ বাড়িতে শবে বরাতে ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।