বরগুনায় সামাজিক দুরত্ব বজায় রাখতে ভ্রাম্যমান আদালত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২ এপ্রিল ২০২০

বরগুনায় সামাজিক দুরত্ব বজায় রাখতে ভ্রাম্যমান আদালত
এম.এস রিয়াদঃ
বরগুনা শহরে বৃহস্পতিবার দুপুরে করোনার বিস্তার রোধে নৌবাহিনীর সদস্যদের নিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন থেকে একটি ভ্রাম্যমান আদালত টহল দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আসাদুজ্জামান ও ল্যান্ড অফিসার (এলএও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অহেতুক বাহিরে ঘোরা ফেরা নিশেধ থাকা সত্ত্বেও যারা অহেতুকভাবে এবং কেনাকাটা করতে নেমেছেন, তাদের তিন থেকে ছয় ফুট দুরত্ব বজায় রাখার নির্দেশ প্রদানের পাশাপাশি তারাতারি নিজ গৃহে অবস্থান করার আহ্বান জানান। মুদি-মনহরি, কাঁচা সবজি, ডাক্তারের চেম্বার, ওষুধ এর দোকান ব্যতিত অন্য সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও কিটনাশকের দোকান খোলা রাখায় এক হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলের উদ্দেশ্য করে বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করতে সকল ধরণের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সেই সাথে নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বারবার সাবান দিয়ে হাত ধোয়াসহ মাস্ক ও হ্যান্ড গ্লোবস্ ব্যবহার করা, অহেতুক নিজ ঘরের বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন।

মহামারি আকার ধারণ করা করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। ভয়াবহ এই ভাইরাস মোকাবিলায় পরামর্শ সঠিকভাবে গ্রহন না করলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনা হবে। তাই সকলকে সরকার তথা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)