করোনায় কর্মহীন হওয়া বরগুনার হতদরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১ এপ্রিল ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনা প্রতিনিধি:
বরগুনায় গ্রাম অঞ্চলের লোকজন  করোনা কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ইমরান। ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষদের করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য শতাধিক সাবান বিতরণ করেন। এছাড়া কর্মহীন ও নিম্নআয়ের ৪০ জন মানুষের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী।

বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোহাম্মদ ইমাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

মোঃ ইমরান হোসেন জানান,  ঢাকা থেকে এসে তিনি লক্ষ্য করেন গ্রামের মানুষের করোনা ভাইরাস বিষয়ে কোন সচেতনতা নেই। তাই তিনি গ্রামের মানুষদের করোনা ভাইরাস সম্বন্ধে সচেতনতা ও শতাধিক পরিবারকে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার জন্য সচেতনতা করেন। 

তিনি বলেন, যেহেতু গ্রামের মানুষ নিম্ন আয়ের ও করোনার কারণে কর্মহীন মানুষদের খাবারের সংকট দেখা দিলে কোন সহায়তা না পাওয়ায় নিজ উদ্যোগে ৪০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন।

তিনি আরো জানান, গ্রামের মানুষরা যাতে সঠিক ভাবে  সরকারি সহায়তা পায় সেদিকে সরকারের খেয়াল রাখা উচিত এছাড়া সমাজের বিত্তবান ব্যক্তিদেরও তৃণমূল গ্রামের মানুষদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)