৭ দিন পরে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে শুরু হবে করোনা পরীক্ষা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে করোনা শনাক্তের মেশিন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর)।
সোমবার সকালে মেশিনটি হাসপাতালে পৌঁছায়।
মেডিকলের পরিচালক ডা. বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, মঙ্গলবার আইইডিসিআর বিশেষজ্ঞরা এসে কলেজের ভাইরোলজি বিভাগে পিসিআর মেশিনটি স্থাপনের কাজ শুরু করবেন। মেশিনটি স্থাপন করতে সাত-আটদিন সময় লাগবে। এরপর করোনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি আরো জানান, মেশিনটি চালু হলে করোনা সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। আইইডিসিআর’র দিকে তাকিয়ে থাকতে হবে না। এতে রোগী ও চিকিৎসক সবাই উপকৃত হবেন।
এদিকে সোমবার বিকেল পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, সোমবার বিকেল পর্যন্ত বিদেশফেরত দুই হাজার ৮২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া কোয়ারেন্টাইন শেষে এক হাজার ৫১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ছয়জনকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে।(সূত্রঃ বরিশাল টাইমস)