মঠবাড়িয়ায় করোনা সতর্কতায় ক্ষতিগ্রস্থদের যুবকদের খাদ্য সহায়তা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ৩০ মার্চ ২০২০

ছবিঃ সংগ্রহীতমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে রোববার (২৯ মার্চ) রাতে পৌর যুব সমাজের উদ্যোগে করোনা ভাইরাসে সতর্কতায় ক্ষতিগ্রস্থ দিন মজুর, রিক্সাওয়ালা, চায়ের বিক্রেতাসহ দুস্থ্যদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঠবাড়িয়া দক্ষিণ বন্দও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শাহ জালালের নেতৃত্বে যুবসমাজ রাত ১০ টার পরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট পৌছে দেয়। প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি ঢাল, ১ কেজি তৈল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আটা ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিহারিকা এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ সাদিকুর রহমান, সাংবাদিক মোঃ আবুল বাশার, মাদ্রাসা শিক্ষক মাওলানা মাহমুদ নবী প্রমূখ।

মওলানা মোঃ শাহ জালাল জানান, প্রাথমিকভাবে ৫০ টি পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)