পাথরঘাটায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৮ মার্চ ২০২০ | আপডেট: ০১:১১ পিএম, ২৮ মার্চ ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় নারিকেল গাছ থেকে পড়ে জালাল আহমেদ (৪৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে এঘটনা ঘটে।

মৃত্যু জালাল আহমেদ নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার মৃত্যু আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় চৌকিদার মো. রিপন জানান, জালাল ঘরের চাল মেরামতের জন্য তার বাড়ির পাশের পুঠিমারা দাখিল মাদরাসার নারিকেল গাছে উঠে চুরি (নারিকেলের ছরির ডাকনা) কাটতে গিয়ে সেখান থেকে খালে পরে মৃত্যু হয়। কিছুক্ষন পরে খোঁজাখুঁজি করে স্ত্রী কমলা বেগম তার স্বামীর লাশ খালে ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার কারে। ততক্ষনে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, জালালের মৃগী রোগ ছিল। ধারনা করা হচ্ছে গাছে ওঠার পরে ওই রোগে আক্রান্ত হওয়ায় সেখান থেকে পরে তার মৃত্যু হয়।

এব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাবুদ্দিন জানান, মৃত্যু জালালের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছারাই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)