করোনার আতঙ্কে পাথরঘাটার রাস্তাঘাট ফাঁকা
বরগুনার পাথরঘাটার জনজীবন থমকে গেছে। করোনা ভাইরাসের কারণে মানুষ ঘর ছেড়ে বাইরে খুব বেশি বের হচ্ছেন না। স্কুল-কলেজ, দোকান বন্ধ থাকলেও হাট-বাজারে অল্প সংখ্যক লোকজন দেখা যাচ্ছে। পাথরঘাটা পৌর শহরের ব্যস্ততম সড়ক শেখ রাসেল স্কয়ারে অল্পসংখ্যক গাড়ি চলাচল দেখা যাচ্ছে। আজ বুধবার পাথরঘাটার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে, প্রবাস থেকে পাথরঘাটা উপজেলায় ফিরে এসেছেন এ পর্যন্ত ১শত ৮৫ জন। যারা ফিরে এসেছে তাদের মধ্যে অনেকেই হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে। আবার অনেকেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। যারা আছে তাদের মধ্যে অনেকে কোন কোয়ারেন্টাইন মানছেন না।
পাথরঘাটা উপজেলা প্রশাসন ও পাথরঘাটা থানাসহ সকল প্রশাসনিক কর্মকর্তারা করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কঠোর অবস্থানে রয়েছেন।
পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণার পাশাপাশি মাইক প্রচার চালিয়ে যাচ্ছেন। কঠোরভাবে প্রচার-প্রচারণার পরেও পাথরঘাটা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়কে মাহেন্দ্র, ভাড়ায় মোটরসাইকেল ও অটোরিকশা গুলো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।