পাথরঘাটা বিষখালী নদীর পাড় থেকে হরিনের মাংস উদ্ধার (ভিডিও সহ)

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ২২ মার্চ ২০২০ | আপডেট: ০১:১৫ পিএম, ২২ মার্চ ২০২০


পাথরঘাটা বিষখালী নদীর পাড় থেকে হরিনের মাংস উদ্ধার” />
পাথরঘাটার বিষখালী নদীর পাড় থেকে ২৬ কেজি হরিনের মাংস উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।

শনিবার দিবাগত রাত ১২ টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বিষখালী নদীর পাড় ছোনবুনিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশে কোস্টগার্ড বাহিনীর দক্ষিণ জোনের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবন থেকে হরিনের একটি চালান পাথরঘাটার দিকে আসতেছে। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে এগারোটার দিকে বিষখালী নদীতে আমরা অভিজান চালাই। এসময় হঠাৎ করে নদীর পাড়ে একটি নিশান উড়তে দেখে কাছে গেলেই ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় তিন চারটা মটরসাইকেল দ্রুত গতিতে পালিয়ে যায়। এসময় ঐ নিশানের কাছে একটি পরিত্যক্ত বস্তা দেখতে পাই। যার মধ্যে থেকেই এই ২৬ কেজি মাংস পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্টেশন কমান্ডার বেলায়েত হোসেন আরো জানান বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উদ্ধার হওয়া মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)