পৃথিবীর কঠিনতম সময়ে ছারছীনা পীরের ভক্তদের কাছে নির্দেশনা
বর্তমানে পৃথিবীর কঠিনতম নাজুক পরিস্থিতিতে “করোনা ভাইরাস” থেকে মুক্তি পাওয়ার জন্য ছারছীনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে তার ভক্তদেরকে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন।
ছারছীনা পীর সাহেবের নির্দেশনায় তার অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জমিইয়াতে হিজবুল্লাহর প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের, সকল সদস্য ও পীর ভাইদেরকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, খতমে সবিনা, খতমে শেফা, দুরুদে নারিয়া, দরুদে সাইফুল্লাহ, দোয়া হাসবুনাল্লাহ ও দোয়া ইউনুস খতম এবং নফল ইবাদাত করে “করোনা ভাইরাস” থেকে মুক্তির লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করার জন্য বলেন।
এদিকে “করোনা ভাইরাস” থেকে মুক্তির জন্য ছারছীনা দরবার শরীফের ১৩০ তম বার্ষিক মাহফিলে বিশেষ দোয়া করেন ছারছীনা পীর সাহেব।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)