নিত্যপণ্য বেশি দামে বিক্রি, পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে জরিমানা

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২০ মার্চ ২০২০

পাথরঘাটা

নিত্যপণ্য বেশি দামে বিক্রি, পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিত্যপণ্য বেশি দামে বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, করোনাকে ইসু করে পিয়াজসহ নিত্যপণ্য বেশি দামে বিক্রি করার দায়ে জাকির হোসেনকে ২ হাজার ও মোশারেফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, করোনাকে কেন্দ্র করে কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্য বিক্রি করলেই জেল জরিমানা করা হবে। এছাড়াও শহরে সব সময় সাদা পোশাকে আমাদের কঠোর থাকবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)