আমতলী ও তালতলীতে বিদেশ ফেরত বিশ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে
আবু সাইদ খোকন, আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়নি। বিদেশ ফেরত বিশ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, আমতলী ও তালতলী উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিশ জন বিদেশ ফেরত ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজন হোম কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। তারা হোম কোয়ারেন্টাইনের নিয়মাবলি পালন করছেন কিনা সে বিষয়গুলোও তারা লক্ষ রাখছেন।
সিভিল সার্জন ডাঃ হুমায়ূন শাহীন খান মুঠোফোনে বলেন, করোনা ভাইরাস নিয়ে মানুষ যাতে আতঙ্কিত না হয় সে জন্য বরগুনা জেলা সদর ও সকল উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঠে সচেতনতামূলক কাজ করতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, দু’উপজেলায় বিশ জন বিদেশ ফেরত ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের লোকজন তাদের নিয়মিত খোজ খবর নিচ্ছেন।