মঠবাড়িয়ায় বসত ঘরের অগ্নিকান্ডের ঘটনায় মামলা
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে বসত ঘর পুড়ে যাবার ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রোববার রাতে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন ক্ষতিগ্রস্থ নাজমা বেগম (৩২)। নাজমা বেগম উপজেলার মধ্য তুষখালী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।
মামলা ষূত্রে জানা যায়, উপজেলার মধ্য তুষখালী গ্রামের মৃত. দাদন আলী হাওলাদারের ছেলে আলমগীর ও কবির হোসেনের যৌথ ঘরে গত শুত্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ওই পরিবারদ্বয়ের ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
বাদিনীর স্বামী আলমগীর হোসেন আরও অভিযোগ করেন, প্রতিবেশী মৃত. কাছেম আলী ফকিরের ছেলে আমির হোসেন ফকিরের সাথে জমা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। হয়তো তারা এ বিরোধের জেরে ধরে করে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্ত চলছে।