মঠবাড়িয়ায় হাম রুবেলা টিকাদান ক্যম্পেইন
মঠবাড়িয়া প্রতিনিধি :
“আয় আয় সোনা মনি টিকা নিয়ে যা”- এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার দুপুরে পৌরসভা মিলানয়াতনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান, পৌর সচিব মো. হারুণ অর রশিদ, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ইপিআই সুপারভাইজার শামীম আহম্মেদ, পুরোহিত সুভাষ বিশ্বাস প্রমূখ।
সভায় বিভিন্ন মসজিদের ঈমাম, শিক্ষক ও সুধি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান বলেন, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছরের নিচের উপজেলায় ৫৩ হাজার ২শ ও পৌর সভার ৭৩৫৭ জন শিশুকে হাম রুবেলা টিকাদান দেওয়া হবে। তিনি সকল অভিভাবকদের স্থানীয় টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্ববান জনান।