করোনা ভাইরাস:- পাথরঘাটায় দু’জন কোয়ারেন্টাইনে
বরগুনার পাথরঘাটায় আরও একজন সহ প্রবাসি মোট দু’জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সকাল থেকে তাকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়। তিনি ওমান প্রবাসি। এর আগে রোববার (১৫মার্চ) সকালে লেবানন ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এ নিয়ে বরগুনার পাথরঘাটায় দুইজন প্রবাসিকে করোনা সন্দেজে কোয়ারেন্টাইনে রাখা হয়।
এরমধ্যে একজনের বাড়ি বরগুনার পাথরঘাটার সদর পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা গ্রামেরর অপরজন উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামেন বাসিন্দা তারা দুজনই প্রবাসি।
পাথরঘাটার উপজেলা কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ বলেন, আজকে ওমান ফেরত প্রবাসি আজকের সকাল থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাকে ২৪ ঘন্টাই স্ব্স্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে। এছাড়া রোববার লেবানন ফেরত প্রবাসিকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ওমান ফেরত ওই প্রবাসির ভাই মো. মিজান বলেন, তার ভাই ওমানে কার ধোয়ার কাজ করতো। সেখান থেকে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে আসে।