পাথরঘাটায় যুবলীগ সভাপতির বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটায় ওয়ার্ড যুবলীগ সভাপতির বিরুদ্ধে পাওনা টাকা চাওয়ায় নিলুফা (৪৫) নামের এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা কাঠালতলী ইউনিয়নের উত্তর কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নিলুফা ওই গ্রামের দিনমজুর মো. চান মিয়া হাওলাদারের স্ত্রী।
অভিযুক্ত ইব্রাহীম একই এলাকার মো. আব্দুল হামিদের ছেলে ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
আহত নিলুফা বেগম জানান, ঘুর্ণিঝড় বুলবুলের পরে আমার স্বামী বাড়ির গাছ বিক্রি করে। গতকাল রোববার সকালে আমার বাড়ির সামনে দিয়ে ইব্রাহীমের কাছে সেই টাকা চাইতে গেলে প্রথমে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। আমি এর প্রতিবাদ করতে গেছে আমাকে মারধর শুরু করে।
এবিষয়ে অভিযুক্ত ইব্রাহীমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে কথা কাটাকাটি হয়েছে, মারধরের মতো কোন ঘটনা ঘটেনি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, মারধরের মতো কোন ঘটনা এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। এরকম ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।