পাথরঘাটায় বিদ্যালয়ে ফোন নিয়ে আসায় শিক্ষার্থীকে পিটিয়ে যখম

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২০

শিক্ষার্থীকে পিটিয়ে যখম (ইনসেটে আহত মোহন)বরগুনার পাথরঘাটায় ক্লাশ রুমে মোবাইল ফোন নিয়ে আসায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম বিষয়ে শিক্ষক মো. রেজাউল করিম একই বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র মো. মোহনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (১৪ মার্চ) পাথরঘাটা আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার বলেন, আমি যতদুর শুনেছি হৃদয় নামের দশম শ্রেনি এক ছাত্র ক্লাশে মোবাইল ফোন এনে ক্লাশ রুমেই ব্যাবহার করে, এ সময় শিক্ষক রেজাউল করিম ওই ফোনটি চাইতে গেলে এবং ব্যবহারে বাঁধা দিলে সহপাঠি মো. মোহন ফোনটি দেয়ার কারনে রাগান্নিত হয়ে মারধর করে।

তিনি আরও বলেন, সরকারিভাবেই ক্লাশে ফোন না আনতে নির্দেশনা রয়েছে তারপরেও অনেক ছাত্ররা ফোন নিয়ে আসে, এ বিষয় অভিভাবকসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ কে একাধিকবার জানানো হয়েছে।

বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র মো. মোহন জানান, আমার সহপাঠি হৃয়ের ফোনটি আমার বেঞ্চের উপর রাখায় স্যার আমাকে পিটায়। তাতে আমার বাম বাহু ও বাম পায়ে একাধিক আঘাত রয়েছে। একাধিক জায়গায় ফুলা ও কালো দাগ হয়ে গেছে।

এ বিষয় ওই বিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিমের ফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)