মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলায় গেফতার-১
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় নবম শ্রেণির মাদ্রসা ছাত্রী (১৩) কে অপহরণের ঘটনায় জাহানারা বেগম (৪৫) নামে এক নারীকে শুক্রবার রাতে গেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
জাহানারা বেগম উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের স্ত্রী।
মামলাল সূত্রে জানা গেছে উত্তর মিঠাখালী গ্রামের বসিন্দা ও স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রীকে দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের ছেলে আল আমিন উত্যক্ত করে আসছিল। গত ৯ মার্চ আল আমিন ওই ছাত্রীকে কৌশলে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা শুক্রবার রাতে আল আমীনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করলে পুলিশ আল আমিনের মা জাহানারা বেগমকে গেফতার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রসা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা ও বাকি আসামিদের গেফতারের চেষ্টা চলছে।