কাঠালিয়ায় বাল্যবিয়ের অপরাধে বরের বাবা ও মৌলবির কারাদণ্ড
ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বরের বাবা ও বিয়ের পড়ানোর মৌলবিকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে উপজেলা সদরের থানা সড়কে এ ঘটনা ঘটে। পরে অপ্রাপ্তবয়স্ক বর ও কনেকে দুই পরিবারের জিম্মায় দেওয়া হয়।
জানা যায়, কাঁঠালিয়ার থানা সড়কের বাসিন্দা সান্টু খানের ছেলে সিহাদ খানের (১৮) সঙ্গে একই উপজেলার উত্তর চেঁচরী গ্রামের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে ওই ছাত্রীকে নিজ বাড়ি নিয়ে আসে সিহাদ। পরে সিহাদের বাবা সেন্টু খানের সম্মতিতে বুধবার রাতে বাড়িতে বিয়ের আয়োজন করে। বিয়ে পড়ানোর জন্য স্থানীয় মৌলবি সোহাগ মুন্সিকে ডেকে আনা হয়।
খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন বরের বাড়িতে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করেন। এ সময় বরের বাবা সান্টু খান ও বিয়ে পড়ানোর জন্য আসা মৌলবিকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।