পাথরঘাটার সেই টু-দি হারুনকে হত্যা মামলায় আটক করেছে র্যাব
বরগুনার পাথরঘাটার আলোচিত সেই হারুন আর রশিদ (টু-দি হারুন) হত্যা মামলার অভিযোগে র্যাবের এর হাতে গ্রেফতার হয়েছে।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের ‘টু দি হারুন’ হারুন অর রশীদকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র্যাব-১১’।
তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘ ইউনিয়নের আমতলা গ্রামের মৃত আবুল হাসেম আকনের ছেলে।
টুদি হারুন পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেবু রজ্ঞন কীর্তনিয়া হত্যা মামলার প্রধান আসামী।
পাথরঘাটা থানার হত্যা মামলার পলাতক আসামী মামলা যাহার নম্বর ১০/২০০৭, জিআর ৫৪। বর্তমানে বরগুনা দায়রা জজ আদালতে বিচারধীন। মামলা নং ১০১৪।
টু-দি হারুন ঢাকায় এসে নিজের নাম পরিবর্তন করে নিজেকে জিয়ারুল আমিন ( ছদ্ম নাম) পরিচয় দিত। তিনি একটি মানবাধিকার সংস্থা পরিচালনা করত। যার রেজিস্ট্রশন নং ০৮৮৩৭। মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারনার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আগাত করত। দেশের বিভিন্ন এলাকার মানুষকে মিথ্যা মামলা দিতে হয়রানি ও অর্থ আত্নসাৎ করত।
গ্রামের বাড়িতে থাকতে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো ছিল তার প্রধান কাজ। এজন্য পাথরঘাটায় ‘ টু দি হারুন’ নামে পরিচিত সে।