মঠবাড়িয়ায় খাল থেকে শিশুর লাশ উদ্ধার
মঠবাড়িয়া (পিরোজপুর)।। পিরোজপুরের মঠবাড়িয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজের তিন ঘন্টা পরে তামিম হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে মঠবাড়িয়া-বড়মাছুয়া খালে প্রতিবেশী শিশুদের সাথে গোসল করতে গিয়ে তামিম নিখোঁজ হয়।
তামিম মঠবাড়িয়া উপজেলার ১৬৮ নং পূর্ব মিঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ও পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রিক্সা চালক আমির হোসেনের একমাত্র ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া-বড়মাছুয়া খালের চরে তামিম আরও তিন শিশু মিলে গোসল করছিল। সাঁতার না জানায় জোয়ারের স্রোতে তামিম মুহূর্তেই পানিতে তলিয়ে যায়।
আশে পাশের লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা করলেও শিশুটিকে খুঁজে পায়নি। নিখোঁজের প্রায় তিন ঘন্টা পর স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা শিশু তামিমকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামিমের মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এন এ এস/পাথরঘাটা নিউজ