লার্নিং অ্যান্ড আর্নিং এর প্রশিক্ষণ পালটে দিবে আপনার জীবনকে
সহিদুল ইসলাম স্বপ্ন, বরগুনাঃ
মুজিববর্ষে ৪০,০০০তরুণ-তরুণীকে লার্নিং অ্যান্ড আর্নিং এর প্রশিক্ষণ দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় ৬৪ টি জেলায় এবং ৪৯২ টি উপজেলায় ৫০ দিন ব্যাপী (২০০) ঘণ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সম্পূর্ণ সরকারি অনুদানে বাংলাদেশ সব চেয়ে বড় আইটি স্কিল ট্রেনিং “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের” (LEDP) আওতায় কর্মসংস্থানের সুযোগসহ ৫০ দিন ব্যাপি (২০০ঘন্টা) প্রফেশনাল আউট সোর্সিং ট্রেনিং এর জন্য ৬৪ জেলাতে নিবন্ধন চলছে।
এইচ এস সি/সমমান পাশ যে কেউ এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
এখানে পছন্দের ক্যাটগরি যেটার প্রতি আগ্রহ সে ঐ অপশন টি সিলেক্ট করে আবেদন করুন।
1. Grapic Design
2. Web Design and Development
3. Digital Marketing
আগ্রহী পার্থীরা রেজিষ্টেশন করুন লিংক:http://ledp.ictd.gov.bd/registration
লিংকে প্রবেশ করুন তারপর যেখানে যেটা চাইবে সেখানে সঠিক তথ্য দিয়ে সবাই গুরুত্বসহকারে রেজিস্ট্রেশন ফরম টি পূরণ করুন।
ভুল তথ্য দিলে অন্যথায় বাতিল বলে গন্য হবেন। তাই আপনার সঠিক তথ্য সাভমিট দিয়ে ৩০ মিনিটের মধ্যে ২০ টি MCQ পরিক্ষা দিয়ে রাখুন।
যদি পরিক্ষায় পাশ করে থাকেন তাহলে আপনাকে Congratulations এমন দেখাবে।
প্রয়োজনীয় জিনিস পত্র:-
১. জন্মনিবন্ধন/NID কার্ডের হুবহু তথ্য
২.পার্সপোর্ট সাইজের ফটো এবং Png ফর্মেটে আপনার Signature (2MBছোটহতেহবে)
৪. কম্পিউটার/ল্যাপটপ পাশাপাশি স্মাটফোন
৫. ন্যূন্যতম এইচএসসি/ সমমান পাশ।
৬. কম্পিউটার এবং ইন্টারনেটসম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
পরিক্ষা বাতিলের সতর্কীকরণ :-
১. ভাইবার জন্য সময় মতো যেতে না পারলে, বাতিল বলে গন্য হবে।
৩.এক NID কার্ড এবং মেইল দিয়ে একবার আবেদন করতে পারবেন।
৪. যদি কোন কারনে পরিক্ষা ফেইল সমস্যা হয় তাহলে ৩ দিন পর পূনরায় পরিক্ষা দিতে পারবেন।
বিশেষ কিছুকথা:-
*প্রশিক্ষণ স্থান উপজেলা ভিত্তিক নিবন্ধন করতে হবে।
*শারীরিক প্রতিবন্ধীরা এই কোর্সে বিশেষ সুযোগ পাবে।
* ৩০% নারী শিক্ষার্থীরা এই ট্রেনিং এ সুযোগ পাবে।
* উদ্যোক্তাসৃষ্টি,অনলাইন মার্কেটপ্লেসে আয়, স্থানীয় প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ।
রেজিষ্ট্রেশন শেষ সময়ঃ ৩১/০৩/২০২০ রাত১২ পর্যন্ত।