আমতলী ও তালতলীতে বিদ্যুতের সমস্যা থাকবে ১০ দিন
আমতলী প্রতিনিধি
বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষনাবেক্ষণ ও তার পরিবর্তনের কারণে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় আজ থেকে ১০ ঘণ্টা করে ১০ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সূত্রে জানা গেছে, বরিশাল ও পটুয়াখালী ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরী রক্ষনাবেক্ষণ ও তার পরিবর্তনের কারণে ৬ মার্চ শুক্রবার থেকে ১৫ মার্চ রবিবার মোট ১০ দিন প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দু’উপজেলা সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বৃহস্পতিবার দু’উপজেলায় মাইকিং করছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।
পল্লীবিদ্যুৎ আমতলী এরিয়া অফিসের সহকারী প্রকৌশলী জিয়া উদ্দিন তরফদার মুঠোফোনে বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরী রক্ষনাবেক্ষণ ও তার পরিবর্তনের জন্য আগামী ১০ দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমতলী ও তালতলী উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।(সূত্রঃ কালেরকন্ঠ)