পাথরঘাটায় স্কুলছাত্রীর বিষপানে আত্নহত্যা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ৫ মার্চ ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় নিলুফা আক্তার (১৪) নামের এক সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হর।

এর আগে কাঠালতলী ইউনিয়নের তার নিজ বাড়িতে চালের ট্যাবলেট খায় সে।

নিলুফা আক্তার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী এলাকার মো. খলিলুর রহমাননের দ্বিতীয় মেয়ে ও কাঠালতলী সপ্তগ্রাম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী।

নিলুফার মা রুনু বেগম বলেন, আমার মেয়ের মাথায় সমস্যা (মানুষিক সমস্যা) থাকার কারনে সে প্রায় সময়ই মাথার চুল ছিরে ফেলতো। সকালে সে তার মামার বাড়ি যাওয়ার জন্য বায়না ধরলে আমি বিকেলে নিয়ে যাওয়ার জন্য বলে আমার ভাসুরের বাড়িতে অনুষ্ঠানে চলে যাই। পরে আমার বড় মেয়ে ফোন দিলে বাড়িতে চলে এসে দেখি সে চালের ট্যাবলেট খেয়েছে। তখন আমার মেয়ের কাছে জিজ্ঞেস করলে অর্ধেক খেয়েছে বলে জানান নিলুফা। এ সময় ভাসুরকে খবর দিয়ে সাথে নিয়ে পাথরঘাটা হাসপাতালে নিয়ে এসেছি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাইদ আহমেদ জানান, খবর পেয়ে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল শেষে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)