সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২
ওমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন- রায়হান, তার স্ত্রী এবং তাদের ভাতিজি। আর রায়হানের ছেলে ছাড়াও ইকবাল নামে এক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।
সূত্রটি জানায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)