পিরোজপুরে বেস্ট অফিসারের সম্মাননা পেলেন এএসআই সোহাগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৩ ফেব্রুয়ারী ২০২০

ছবিঃ সংগ্রহীতগ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ রানাকে সেরা অফিসারের সম্মাননা প্রদান করেন পিরোজপুর জেলা পুলিশ। মাসিক অপরাধ সভায় তাকে পুলিশ বিভাগের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মাসিক অপরাধ সভায় পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান পিরোজপুর সদর থানার এএসআই সোহাগ রানার হাতে পুরস্কারটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) মোল্লা আজাদ হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কাজী শাহনেওয়াজ পিপিএম, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মাইনুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেন পিপিএম, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদলসহ পিরোজপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগেও তিনি বহুবার সেরা অফিসার নির্বাচিত হন এবং তাকে সফলতার কারণে তাকে সেই মাসেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছিল।

পিরোজপুর জেলা পুলিশ সূত্র জানায়- পিরোজপুর সদর থানার এএসআই সোহাগ রানা জানুয়ারি মাসে সর্বাধিক গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করেন।

এছাড়া এএসআই সোহাগ রানা কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে সাহসী ভুমিকা রেখে বহুবার প্রসংশিত হয়েছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)