তালতলীতে স্বামীকে মৃত্যুশয্যায় রেখে চিকিৎসার টাকা নিয়ে পালালো স্ত্রী
বরগুনায় তালতলী উপজেলার দক্ষিণ ঝাড়াখালী গ্রামের মো. ইউনুচ আলী হাওলাদারের ছেলে মাছুম বিল্লাহ গুরুতর অসুস্থ হয়ে ভারতের একটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা না নিয়ে দেশে ফিরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি হন।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. ইসতিয়াক মোশাররফ জানান, মাছুমের দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসার জন্য প্রায় ৬ লক্ষ
টাকার প্রয়োজন। ছেলেকে বাঁচাতে ইউনুচ আলী সম্প্রতি তালতলী কৃষি ব্যাংক থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। গত ১৭ ফেব্রুয়ারী নিজের ৩৩ শতাংশ জমি বিক্রি করে ২ লক্ষ ৫০ হাজার টাকা সংগ্রহ করেন।
হামিদা বেগম টাকার লোভ সামলাতে না পেরে পৌনে ৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান। অনেক খুঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের ধারণা হামিদা বেগম তার বাবার আশ্রয়ে লুকিয়ে রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে পুত্রবধূ পালিয়ে যাওয়ায় মাছুমের চিকিৎসা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রেস ক্লাবে এসে এমন অভিযোগ করেন কিডনী নষ্ট হওয়া মাছুম বিল্লাহ’র বাবা মো. ইউনুচ আলী হাওলাদার।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।