পাথরঘাটায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা
বরগুনার পাথরঘাটায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে জনতার ঢল নেমেছিলো পাথরঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে।
শুক্রবার (২১ ফেব্রয়ারি) রাত ১২টা ১ মিনিটে পাথরঘাটা শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা
জানান পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
পরে মুক্তিযোদ্ধা সংসদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, উপজেলা পরিষদ, পৌরসভা, পাথরঘাটা প্রেসক্লাব।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতি সংগঠন, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুস্পস্তবক অর্পনের পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে দোয়া করা হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)