পাথরঘাটায় স্ত্রীকে হত্যায় দায়ে স্বামীর ফাঁসির আদেশ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৯ ফেব্রুয়ারী ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ.এম ইসমাইল হোসেন এ রায় প্রদান করেণ।

এসময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

নিহত হামিদা বেগম উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে ছহেরাবাদ গ্রামের মৃত্যু আবদুল ওয়াহাবের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের বাচ্চু হাওলাদার (৫৫) তার স্ত্রী হামিদাকে হত্যা করে খালের পাড়ে মাটির ভিতরে পুঁতে রাখেন। নিহতের স্বজন ও প্রতেবশীদের চাপে বাচ্চু ঘটনা স্বীকার করে। পরে হামিদার মা জাহানারা বাদী হয়ে পাথরঘাটা থানায় বাচ্চুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেণ। ১১বছর বিচারাধীন থাকার পর বুধবার দুপুরে বিচারক বাচ্চুকে ফাঁসির দন্ডাদেশ দেন।

জানা গেছে, বাচ্চুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে আরও একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত (পিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)