মঠবাড়িয়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরাজপুরের মঠবাড়িয়ায় বাল্য বিয়ে ইভটিজিং ও মাদক প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার কে এম ইউসুব আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনষ্ঠিত হয়।
এ কমিউনিটি পুলিশিং সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি কে এম ইউসুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান, প্রধান শিক্ষক বাবুল কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, ম্যানেজিং কমিটির সদস্য ইউনুস আলী খান, সাংবাদিক শাহাদাৎ হোসন বাবু, শিক্ষক পরিতোষ হালদার প্রমুখ।
সভায় বক্তারা বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)