পিরোজপুরে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলো ইউএনও
পিরোজপুরের কাউখালীতে নবম শ্রেণির এক ছাত্রীর (১৩) বাল্য বিয়ে ঠেকিয়ে তাকে ক্লাসে ফিরিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাগুরা গ্রামে বর পক্ষের সঙ্গে ওই শিক্ষার্থীর বিয়ের কথা পাকাপাকি করার সময় বাধা দেন ইউএনও।
সে পূর্ব আমড়াজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ইউএনও বলেন, ‘কথা পাকাপাকি করার সময় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দিই। পরে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে আবারও ক্লাসে বসিয়ে দিই। পরে বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের জানাই।’
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)