সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
বরগুনা প্রতিনিধি:
রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিকদের উপর অবৈধ বন্ড সন্ত্রাসীদের হামলা ও ক্যামেরা ভাংচুরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুক, সাংবাদিক স্বপন দাস, মিজানুর রহমান, মুশফিক আরিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টোয়েন্টিফোর সাংবাদিক ফখরুল ইসলাম ও চিত্রগ্রাহক শেখ জালালের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান।
সেই সাথে অনতিবিলম্বে এই অবৈধ বন্ড সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান। সারাদেশে বিভিন্নসময় যে সকল সাংবাদিকদের উপর হামলা নির্যাতন করা হয়েছে এমনি সাগর-রুনির মতো নৃশংস হত্যাকান্ড করা হয়েছে সেই সকল ঘটনা অতিসত্তর সমাধান করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বক্তরা।