পিরোজপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
পিরোজপুরে কামরুল শেখ নামে এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পশ্চিম চলিশা গ্রামের তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে ।
নিহত কামরুল শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের আব্দুল মান্নান শেখের পুত্র এবং চলিশ বাজারের মা মেডিকেল হলের মালিক।
নিহত কামরুলের ভাই মাসুদ শেখ জানান, কয়েকদিন ধরে পিরোজপুর সদর উপজেলার সাতবেকুটিয়া গ্রামের আলতাফ শেখের পুত্র সাকিল বিভিন্ন সময়ে কামরুলের কাছে টাকা দাবি করে আসছিল। সকালে সাকিল কয়েকজন লোক নিয়ে কামরুলের দোকানে এসে হুমকি দিতে থাকে। এ সময় কামরুল প্রতিবাদ করলে সাকিল তার লোকজন নিয়ে ছুরি দিয়ে কামরুলের বুকে ও মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় কামরুল চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে সাকিলসহ অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার কামরুলকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, নিহত কামরুলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার এসআই মো. জাফরুল হাসান জানান, টাকা-পয়সার লেনদেনের বিষয় নিয়েই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনা স্থনে গিয়ে অভিযুক্তদের আটকের চেষ্টা করছে। এছাড়া কামরুলের উপরে যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে পুলিশ সেই ছুরি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।