মঠবাড়িয়ায় অপরাধ দমনে জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, ধর্ষণ, শিশু নির্যাতন, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধানিসাফা বাজারে মঠবাড়িয়ার থানা পুলিশ এ সভার আয়োজন করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান, ধানিসাফা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি এম এ সাইদ, আ’লীগ নেতা বাচ্চু বেপারী, নান্না ফরাজী, মাসুদ রানা, ব্যাবসায়ী মো. বেল্লাল একরামুল হক, ছাত্রলীগ নেতা মামুন অর রশিদ পাঞ্জুশা প্রমুখ।
সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, ধর্ষণ, শিশু নির্যাতন, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
এ সময় অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী ও চুরি-ডাকাতি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ও সকল ধরণের অপরাধ দমনে সকলের সহোযোগিতা কামনা করে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন।