পাথরঘাটায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতির প্রশিক্ষণ প্রদান
বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার ও সদস্যদের নিয়ে দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে সংকল্প ট্রাস্টের প্রশিক্ষন কেন্দ্রে দিনব্যাপী এ কর্মসূচি চলে। এলনা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন বাস্তবায়ন করা হয়।
সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জ শহিদুল ইসলাম খালেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালক অর্চনা পাল।
এ সময় উপস্থিত ছিলেন, সংকল্পের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পরিচালক আ. রহিম, মুনিরুজ্জামান হিরু, মুনিরুল ইসলাম, কোডেকের প্রকল্প কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, এএসএম জসিম প্রমুখ। এসময় প্রশিক্ষক মো. গোলাম মাহমুদ প্রশিক্ষন পরিচালনা করেন। উপজেলার মোট ৩৭ জনকে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ প্রস্তুতির ধারণাটি প্রতিষ্ঠিত করে সিপিপি গঠন করেন। এরপর থেকে যে কোনো দুর্যোগে স্বেচ্ছাসেবকগণ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। সাপ্্রতিক ঘুর্ণিঝড় বুলবুলে সিপিপি স্বেচ্ছাসেবকদের সাহসী কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান।