পাথরঘাটায় সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, বিকেলে রোদের উকি (ভিডিও সহ)
বরগুনার পাথরঘাটায় বুধবার (২৯ জানুয়ারি) সকল থেকে উঠছিল না সুর্য। পরে সকাল সাড়ে ৯টা থেকে হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরে।
এরকম যদি বৃস্টি অব্যাহত থাকে তাহলে মাঠের রবি ফসলে ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তাছারা কৃষকদের কর্মমুখর পরিবেশের পথে বাধার সৃষ্টি করল এই বৃষ্টি।
১০টার দিকে পাথরঘাটা বাজারের শেখ রাসেল স্কয়ারে গিয়ে দেখা যায়, শীত আর বৃস্টির কারনে রাস্তায় চলাচলকারী রিকসা, অটোরিকশার সংখ্যা খুবই কম। রিকসা চালকেদের সংখ্যা কমে গেছে । ফলে যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। যা রাস্তায় আছে তাতে ভাড়া নেয়া হচ্ছে অকে বেশী এমনই অভিযোগ অভিযোগ যাত্রীদের।
এদিকে বিকেল গড়ানোর সাথে সাথেই হালকা রোধের উকি দিতে দেখা গেছে এবং শীতও কমতে শুরু করেছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)