বাপ্পারাজ দীর্ঘদিন পর ছবিতে ফিরছেন
সর্বশেষ ‘পোড়ামন-২’ ছবিতে দেখা গিয়েছিল একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে।
এরপর কেটে গেছে দেড় বছরেরও বেশি সময়। সম্প্রতি আবারও নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’। পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। একসময় নায়ক হিসেবে অভিনয় করলেও সময়ের বিবর্তনে চরিত্রাভিনেতা রূপে ধরা দিচ্ছেন বাপ্পারাজ।
‘পোড়ামন-২’ ছবির মতো এ ছবিতেও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে। গতকাল এফডিসিতে এ ছবির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘আমি এ ছবিতে পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছি। তাও অতিথি চরিত্রে। এটাই প্রথমবার। এর গল্পটা দারুণ। অ্যাকশন, থ্রিলার মিলিয়ে পুরো প্যাকেজ। আশা করছি দারুণ কিছু হবে।’
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)